স্পোর্টস ডেস্কঃ ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান বক্সিং ডে টেস্টে অদ্ভূত কাণ্ড ঘটেছে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টে লিফটে আটকা পড়েন আম্পায়ার। আর যার জন্য খেলা শুরু হয়েছে খানিক দেরীতে।
ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসের খেলা শুরুর সময়ের ঘটনা এটি। মাঠে প্রস্তুত দুই দলের ক্রিকেটাররা। ব্যাটার গার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। বোলার প্রস্তুত, প্রস্তুত ফিল্ডাররা। তবে দুই অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন মাঠের একটা জায়গায় একসাথে কথা বলছেন কোনো একটা বিষয় নিয়ে। এসময় তাদেরকে হাসাহাসি করতেও দেখা যায়।
পরেই জানা যায় বিস্তারিত। সবাই প্রস্তুত থাকলেও, প্রস্তুত ছিলেন না তৃতীয় বা টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। এই আম্পায়ার নিজের রুমে যেতে পারেননি। তিনি আটকা পড়ে যান লিফটে। যার জন্য এই টিভি আম্পায়ারের কারণে খেলা শুরু হতে খানিক দেরী হয়।
বিভিন্ন কারণেই খেলা দেরীতে শুরু হওয়ার নজির রয়েছে। এবার তেমনই একটি অদ্ভূত কাণ্ড দেখা গেল। যা হাস্যরসের সৃষ্টি করেছে। মাঠের খেলা ছাপিয়ে বক্সিং ডে টেস্টকে করে তুলেছে আরও রসাত্মক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post