স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আরেকটি জয়ে লিগ শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে ম্যানচেস্টার সিটি। গত রাতে তারা ১-০ গোলে জিতেছে এফসি বোর্নমাউথের বিপক্ষে। লিগে এখন পর্যন্ত সমান ২৬টি করে ম্যাচ খেলেছে শীর্ষ তিন দল। লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে, ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। তৃতীয় আর্সেনালের সঙ্গে সিটির পার্থক্য ১ পয়েন্টের।
ভিটালিটি স্টেডিয়ামে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে বেঞ্চে রেখে একাদশ গড়েছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। তবু গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি চ্যাম্পিয়নদের। ২৪তম মিনিটে আর্লিং হালান্ডের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি বোর্নমাউথ গোলরক্ষক, আলগা বল পেয়ে অনায়াসে জালে জড়ান ফিল ফোডেন। এবারের লিগে এই ইংলিশ মিডফিল্ডারের গোল হলো ৯টি, সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৬টি। আর শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
২৬ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। ২৬ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post