নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের চলতি আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। লিগ পর্বে নিজেদের শেষদিকে থাকা ম্যাচগুলোর জন্য তারা উড়িয়ে আনে উইন্ডিজের ব্যাটার কেনার লুইসকে। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একাদশে রেখেছে সিলেট।
চট্টগ্রামে সোমবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে টস জিতেছেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস জিতে তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন এনেছে সিলেট। ফিরেছেন সামিত পাটেল ও ইয়াসির আলী রাব্বি। এছাড়া কুমিল্লার একাদশেও এসেছে পরিবর্তন।
শুরুটা ভালো না হলেও নিজেদের দ্রুতই ফিরে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাসের নেতৃত্বে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। শুরুর দিকে রানখরায় ভুগলে রানে ফিরেছেন অধিনায়ক লিটন। বাকি ব্যাটাররাও আছেন ছন্দে। বোলাররাও নিয়মিত উইকেট আদায় করে নিচ্ছেন। আজ সিলেটকে হারিয়ে শীর্ষে থাকা রংপুরকে ধরে ফেলতে চায় কুমিল্লা। এদিকে সিলেটের সঙ্গে বাদ পড়ার তালিকায় আছে দুর্দান্ত ঢাকা। টানা ১১ ম্যাচে হেরে সবার আগে বিদায় নিশ্চিত করেছে তারা।
সিলেট স্ট্রাইকার্স একাদশ- মোহাম্মদ মিথুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ- লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জনসন চার্লস, জাকের আলী, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রিশাদ হোসেন, মুসফিক হাসান ও আলিস ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post