নিজস্ব প্রতিবেদকঃ রিশাদ হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছে চমক দেখিয়েছেন। ৪৮ রানের ঝড়ো ইনিংসে দলকে উপহার দিয়েছেন দারুণ জয়। সব মিলিয়ে লেগ স্পিনারের ভূমিকা নিয়ে দলে জায়গা করে নেয়া রিশাদ যেন পরিপূর্ণ এক প্যাকেজ। তবে তাকে নিয়ে এখনই খুব বেশি এক্সাইটেড হতে না করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, তরুণ এ ক্রিকেটারের এখনো উন্নতির অনেক জায়গা আছে।
শান্ত ম্যাচ শেষে জানিয়ে দিয়েছেন, ব্যাটার রিশাদের চেয়ে লেগ স্পিনার রিশাদকে বেশি দরকার দলের। রিশাদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত নন। শান্ত বলেন, ‘প্রথমে রিশাদের বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের লেগ স্পিনার নেই। নিউজিল্যান্ড সিরিজ থেকে সে ভালো বোলিং করছে। তবে এখনও উন্নতির অনেক জায়গা আছে। ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে। এমন খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়।’
মেহেদী মিরাজের আউটের পর ম্যাচ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। শান্ত জানিয়েছেন, ড্রেসিংরুমে দুশ্চিন্তাও ছিল। যদিও রিশাদ পরের ৫ ওভারের মধ্যে ম্যাচ জিতিয়ে ফেরেন। তবু এতে উচ্ছ্বসিত নন অধিনায়ক, ‘রিশাদ খুব ভালো ফিল্ডার। ব্যাটিংয়ে উন্নতি হচ্ছে। তবে ওর বোলিংটা গুরুত্বপূর্ণ। আজকেও ভালো বোলিং করেছে, গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। কিন্তু এখনই ওকে নিয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই। ওর অনেক উন্নতির জায়গা আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post