স্পোর্টস ডেস্ক:: লা লিগায় বার্সেলোনার আরো একটি বড় জয়। পাঁচ গোলের বড় জয়ের ম্যাচে দলটির ছয়ে ছয় পূর্ণ হয়েছে। স্প্যানিশ লিগটিতে ছয় ম্যাচ খেলা হান্সি ফ্লিকের দল সবগুলো ম্যাচই জিতলো। ভিয়ারেয়ালকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। জোড়া গোলের পর পেনাল্টি মিস করেছেন লেভানডফস্কি। রাফিনহাও করেছেন জোড়া গোল।
চ্যাম্পিয়ন্স লিগে হারের পর নিজেদের লিগে ফেরা বার্সেলোনা ফিরেছে স্বরূপে, বিধ্বংসী হয়ে। তাদের গোল উৎসবের রাতে ভিয়ারেয়াল এক হালি এক গোল হজম করেছে।
প্রথমার্ধে জোড়া গোল করা লেভানডফস্কি দ্বিতীযার্ধে পেনাল্টি মিসে মিস করেছেন হ্যাটট্রিকও। প্রথমার্ধে সতীর্থের মতো দ্বিতীয়ার্ধে রাফিনহা জোড়া গোল করেন। দুই গোল হজমের পর এক গোল শোধ দেওয়া ভিয়ারেয়াল আরো তিন গোল হজম করে।
ম্যাচের কুড়ি মিনিটেই লেভানডফস্কি বার্সাকে এগিয়ে দেন ১-০ গোলে। লিড নেওয়া ফ্লিকের দল ৩৫তম মিনিটে ব্যবধান বাড়ায় লেভানডফস্কির জোড়া গোলে। ২-০ গোলে পিছিয়ে পড়া ভিয়ারেয়াল ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান কমায় আয়োসে পেরেসের গোলে। তবুও এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর পাবলো তোরেস ব্যবধান আরো বাড়িয়ে দেন। ম্যাচের ৫৮তম মিনিটে বার্সাকে তিনি এগিয়ে দেন ৩-০ গোলে। এরপর রাফিনহার জোড়া গোল। ৭৪তম মিনিটে নিজের প্রথম, দলের চতুর্থ ৮৩তম মিনিটে পঞ্চম গোল করে বার্সার বড় জয় নিশ্চিত করেন রাফিনহা।
ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০