নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টে চরম বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ চেপে ধরেছে লঙ্কান ব্যাটারদের। আরেকটু স্পষ্ট করে বললে ‘লোকাল বয়’ খালেদ আহমেদের আগুনে পেসে বিধ্বস্ত লঙ্কানরা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯২ রান।
ঘুমোট আবহাওয়া কাটিয়ে সকালের মিষ্টি রোদে ম্যাচের শুরু থেকেই সফরকারী ব্যাটিং লাইনআপকে নাকানি-চুবানি খাওয়াচ্ছিলেন শরিফুল-খালেদরা। দুর্দান্ত পেস আর সুইংয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট তুলে নেন খালেদ। স্লিপে মেহেদী হাসান মিরাজের দারুণ ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নিশান মধুশঙ্কা। সেই খালেদই এরপর একে একে ফেরান কুশল মেন্ডিস (১৬) ও দিমূথ করুণারত্নেকে (১৭)।
খালেদ টপ অর্ডারে ধস নামানোর পর, রান আউটের ছোবলে পড়ে লঙ্কানরা। ধীর গতিতে রান নিতে গিয়ে টাইগার অধিনায়ক শান্ত’র দারুণ এক থ্রো’তে রান আউটে কাঁটা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস (৫)। আরেক অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমালও টিকতে পারেননি বেশি সময়। ৯ রান করে তিনি কাটা পড়েন শরিফুলের পেস তোপে।
মধ্যাহ্ন বিরতির আগে শ্রীলঙ্কার ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনে মিলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ধনাঞ্জয়া ডি সিলভা ২৫ রান করে ও কামিন্দু মেন্ডিস ১১ রান করে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে তিন জন পেসারই পুরো সেশন বোলিং করেছেন। এর মধ্যে খালেদ ৩ উইকেট, শরিফুল ১ উইকেট পেলেও, উইকেট পাননি অভিষিক্ত পেসার নাহিদ রানা। তবে তার গতিময় বল কাঁপন ধরিয়েছে লঙ্কা শিবিরে।
Discussion about this post