নিজস্ব প্রতিবেদক:: সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে শেষ বেসরকারি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের তারকা সোহান, রাব্বি, শরিফুল-নাসুমদের নিয়ে মাঠে নামা বাংলাদেশ ‘এ’ দল দুর্দান্ত শুরু করেছে।
টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগাররা দ্রুতই তুলে নিয়েছে দুই উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই শরিফুল ফিরিয়ে দেন ক্যারিবিয়ান ওপেনার ক্রিক ম্যাকেঞ্জিকে। দলের রানের খাতা খুলার আগেই শুন্য রানে সাজঘরে ফিরেন এই ওপেনার।
শরিফুলের পরপরই উইকেটে আঘাত হানেন তরুণ পেসার মুশফিক হাসান। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে তিনি ফিরিয়ে দেন জ্যাচএম ম্যাককাস্কিকে। দলীয় ২ রানেই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। তিনে নামা এই ব্যাটার ৬ বলে এক রান তুলেই প্যাভেলিয়নের পথ ধরেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজদের সংগ্রহ ৯ ওভার শেষে দুই উইকেটে ১৪ রান। ১২ রানে অ্যালিক স্টিভেন ও ১ রানে তেজ নারায়ণ চন্দরপল অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post