স্পোর্টস ডেস্কঃ গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ১০১ রানে হারায় পঞ্চম উইকেট। ওই ধ্বংসস্তূপ থেকে সৌদ শাকিলের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ৪৬১ রান তুলেছে সফরকারীরা। প্রথম ইনিংস থেকে ১৪৯ রানের লিড নিয়েছে। জবাবে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ১৪ রান তুলে দিন (মঙ্গলবার) শেষ করেছে।
পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন শাকিল। লঙ্কা দ্বীপে পাকিস্তানের ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ছিল মোহাম্মদ হাফিজের ১৯৬, ২০১২ সালে কলম্বোয়। গল টেস্টে শেষ পর্যন্ত ২০৮ রানে অপরাজিত থাকেন শাকিল। তার ৩৬১ বলের ইনিংস গড়া ১৯টি চারে।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। স্কোর বোর্ডে ১০১ রান তুলতেই বাবর আজমের দল ৫ উইকেট হারিয়ে বসে। এরপরে দলের হাল ধরে শেষ পর্যন্ত লড়ে যান শাকিল।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে বিপর্যয় সামলে শ্রীলঙ্কা করেছিল ৩১২ রান। চারে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস ৬৪ রানের ইনিংস খেলেন। ছয়ে নামা ধনাঞ্জয়া ডি সিলভা খেলেন ১২২ রানের ইনিংস। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার সাদিরা সামারাবিক্রমা ৩৬ রান করেন।
জবাব দিতে নেমে চাপে পড়া পাকিস্তানের হয়ে শাকিলের সঙ্গে ১৭৭ রানের জুটি গড়েন আগা সালমান। সাতে নামা এই ব্যাটার ১১৩ বল খেলে ৮৩ রানের ইনিংস খেলেন। তিনি নয়টি চার ও একটি ছক্কার শট খেলেন। এরপর নোমান আলীর সঙ্গে আরও একটি দারুণ জুটি গড়েন শাকিল। সপ্তম উইকেটে জুটিতে ৫২ রান যোগ করেন এ দুই ব্যাটার।
শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট নিয়েছেন রামেশ মেন্ডিস। তিনটি উইকেট গেছে প্রবাথ জয়াসুরিয়ার ঝুলিতে। একটি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিথা। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা বিনা উইকেটে ১৪ রান নিয়ে দিন শেষ করেছে। ৮ রান নিয়ে নিশান মাদুশকা ও ৬ রান নিয়ে দিমুথ করুনা অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post