স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন জয়ের পর হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। আধিপত্য করেও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারল না কাতালান ক্লাবটি। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। ম্যাচের একমাত্র গোলটি ডানিলো সিকানের।
টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেলেও ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে শীর্ষে আছে বার্সেলোনা। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শাখতার। ন্যু ক্যাম্পে দুই দলের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল বার্সা। এবার জাভি হার্নান্দেজের দলকে হারিয়ে দিল শাখতার।
ম্যাচে বার্সেলোনার বল দখলের হার ৬৯ শতাংশ। ১৩টি শট নিলেও সেগুলোর মধ্যে মাত্র একটি ছিল অন-টার্গেটে। শাখতারের ৯ শটের মধ্যে ৪টি ছিল অন-টার্গেটে, সেগুলোর একটিই মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়। আর এই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। রবার্ত লেভানডফস্কি-ফেররান তরেস-জোয়াও ফেলেক্সিরা পারলেন না প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে।
৪০তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় শাখতার। ডান দিক থেকে গিওর্গির বাড়ানো আড়াআড়ি ক্রস অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন দানিলো সিকান। লাফিয়েও বলের নাগাল পাননি টের স্টেগেন। ৬১তম মিনিটে পোস্টে প্রথম শট রাখতে সমর্থ হয় বার্সেলোনা। লেভার থ্রু পাস ধরে গাভির শট ফিরিয়ে শাখতারকে এগিয়ে রাখেন গোলরক্ষক। একটু পর ফেলিক্সের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post