স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুক্রবার ব্যাঙ্গালোরেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা। টানা দুই হারে বিশ্বকাপ শুরু করা অজিরা সর্বশেষ ম্যাচে জয়ে ফিরেছে। আর প্রথম দুই ম্যাচে জয়ের পর হারের তিক্ততা পেয়েছে পাকিস্তান। সেমিফাইনালের দৌড়ে থাকতে এ ম্যাচটা গুরুত্বপূর্ণ দুদলের জন্যই।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমিফাইনালে যাওয়াটা তাদের জন্য অনেকটা জটিল হয়ে যাবে। কারণ শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিতে তাদের পরবর্তী সবগুলো ম্যাচ জিততে হবে। যা কঠিনই বটে। ফলে আজকের ম্যাচটি প্যাট কামিন্সদের জন্য একটু বেশিই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনে নি তারা। অর্থাৎ শ্রীলঙ্কা ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিকে এই ম্যাচে লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খানকে বাদ দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলটির একাদশে ঢুকেছেন লেগ স্পিনার উসামা মীর। তার সঙ্গে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ একাদশে আছেন। অস্ট্রেলিয়ার দলে যোগ দিয়েছেন ওপেনার ট্রাভিস হেড। ইনজুরি কাটিয়ে তার একাদশে ফেরার সম্ভাবনা জাগলেও একাদশে জায়গা হয়নি এই টপ অর্ডার ব্যাটারের।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, এডাম জাম্পা, জস হ্যাজলউড।
পাকিস্তান একাদশ: ইমাম উল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইফতিখার, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post