নিজস্ব প্রতিবেদকঃ অধিনায়ক হিসেবে নিজের সামর্থ্য প্রমাণ করে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। সাথে মুগ্ধকর তার নেতৃত্বগুণণ। শান্তকে নিয়মিত অধিনায়ক হিসেবে দেখতে চান বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। শান্তর নেতৃত্বে যারপরনাই মুগ্ধ, অভিভূত এই শ্রীলঙ্কান। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তর উচ্ছ্বসিত প্রশংসা করলেন টাইগারদের কোচ।
হাথুরুসিংহের মতে, অধিনায়কত্ব এবং নেতৃত্ব দুটি আলাদা বিষয়। দুটি বিষয়েই দারুণ পারফরম্যান্স করেছেন শান্ত। হাথুরু বলেন, ‘অধিনায়কত্ব আর নেতৃত্ব দুটো কিন্তু আলাদা বিষয়। অধিনায়কত্বটা সে দারুণ করেছে। ট্যাকটিক্যালি ম্যাচে সে সবসময় একধাপ এগিয়ে ছিল। অসাধারণ ফিল্ডিং সাজিয়েছিলো। কখনো সেটা ছিল আনঅর্থোডক্স; কিন্তু বেশ সফল ছিল।’
অধিনায়কত্বের মতো নেতৃত্বেও হাথুরুসিংহেকে করেছে আশ্বস্ত। তিনি জানান, ‘লিডারশিপও ছিল দুর্দান্ত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় সামনে তার লম্বা সময় আছে। তার লিডারশিপ ও ক্যাপ্টেন্সি দেখে বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে। সঠিক সিদ্ধান্তটা বোর্ডই নেবে।’ শান্তকে নিয়মিত অধিনায়ক হিসেবে দেখতে চান কি না এমন প্রশ্নের জবাবে বললেন, ‘অবশ্যই!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post