নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লিড বাড়াচ্ছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে শতরানের লিড পেরিয়েছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় দিন ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। তবে শান্ত-মুমিনুলের ব্যাটে শতরানের লিড পেয়েছে স্বাগতিকরা। দুজন মিলে ১৪১ বল খেলে যোগ করেছেন ৮৫ রান। তাতে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ১১১ রান। নাজমুল ৯২ বল খেলে করেছেন ৪৮ রান। মুমিনুল ৬০ বলে ৩৮ রান করেছেন। দুজনের সৌজন্যে বাংলাদেশের লিড এখন ১০৪ রান।
এর আগে প্রথম ইনিংসের পুনরাবৃত্তিই যেন করলেন অ্যাজাজ পাটেল। অফ স্টাম্পের বাইরে থেকে নিখুঁত টার্নে ভেতরে ঢোকা বলে ফেরান জাকির হাসানকে। প্রথম ইনিংসে কাট মারতে গিয়ে বোল্ড হন জাকির। এবার পেছনের পায়ে খেলতে গিয়ে হলেন এলবিডব্লিউ। জাকিরের বিদায়ে ২৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ২ চারে বাঁহাতি ওপেনার করলেন ১৭ রান।
এরপর দুর্ভাগ্যজনক রান আউট হন মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাত ছোঁয়ান টিম সাউদি। বল আঘাত করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তখন ক্রিজের বাইরে দাঁড়িয়ে জয়! টিভি রিপ্লে দেখে রান আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার। ৪৬ বলে ৮ রানের ইনিংস খেলেন জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post