স্পোর্টস ডেস্কঃ আইপিএলে আম্পায়ারদের সমালোচনা করায় শাস্তি পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালসের এই অফ স্পিনিং অলরাউন্ডারকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। যা ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
চেন্নাইয়ের ইনিংসের দ্বাদশ ওভারে অশ্বিনের বলে শিভাম দুবে এলবিডব্লিউ হওয়ার পর পরই বল বদলান আম্পায়াররা। সাধারণত শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হলে ফিল্ডিং দলের অনুরোধে বল বদলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কিন্তু এই ম্যাচে রাজস্থানের পক্ষ থেকে এমন কিছু চাওয়া হয়নি বলে জানান অশ্বিন। আম্পায়ারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি।
অশ্বিনের এমন বক্তব্য ম্যাচ রেফারির মনে হয়েছে আইপিএলের কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৭ ভঙ্গ হয়েছে। যা লেভেল ১ এর অপরাধ বলে গণ্য করেছেন ম্যাচ রেফারি। এই অলরাউন্ডার নিজের অপরাধ স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে অশ্বিন বলেছিলেন, ‘আম্পায়াররা শিশিরের জন্য বল বদল করায় আমি খুবই অবাক হয়েছি। এমনটা আগে কখনো দেখিনি। সত্যি বলতে, এবছর আইপিএলে মাঠের কিছু সিদ্ধান্ত আমাকে বেশ বিভ্রান্ত করেছে। আমি বলতে চাই যে, এটা ঠিক নাকি ভুল নাকি মাঝামাঝি, ভালো নাকি মন্দ, সব দিকই দিয়েই বিভ্রান্তি তৈরি করেছে। আমি মনে করি, একটু ভারসাম্য প্রয়োজন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post