স্পোর্টস ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আউট হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় বিরাট কোহলি শাস্তি পেয়েছেব। ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হলো রয়্যাল আইপিএল কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে কোহলির শাস্তির ঘোষণা দেয়। বেঙ্গালুরুর তারকা ক্রিকেটারকে।
গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে আইপিএল আচরণবিধি ভাঙার দায়ে কোহলিকে এই ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।
হার্ষিত রানার উঁচু ফুল টস বলে তার হাতেই ক্যাচ দেন বেঙ্গালুরুর ওপেনার কোহলি। কিন্তু কোমর সমান উঁচুতে বল আসায় নো বলের দাবিতে তিনি রিভিউ নেওয়ার আগেই থার্ড আম্পায়ার যাচাই শুরু করে দেন। কিছুক্ষণ পর টিভি আম্পায়ার মাইকেল গফ বলের উচ্চতাকে বৈধ রায় দিয়ে আউটের সিদ্ধান্ত জানান। ক্ষোভে ফেটে পড়েন কোহলি, অনফিল্ড আম্পায়ারের দিকে তেড়েফুঁড়ে যান তিনি। নন স্ট্রাইকে থাকা ফাফ ডু প্লেসিও অসন্তুষ্ট ছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post