স্পোর্টস ডেস্ক:: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আম্পায়াদের সঙ্গে বিতর্কে জড়িয়ে শাস্তি পেয়ে ছিলেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। তার জন্য দেওয়া হয়েছিলো শাস্তি। ম্যাচ শেষে আম্পায়ারদের হুমকি দিয়ে আবারো শাস্তি পেয়েছেন তিনি। প্রথম দফা শাস্তির পর দ্বিতীয় দফা তার শাস্তি বাড়িয়ে দিয়েছে বিসিবি।
মিরপুরের হোম অব ক্রিকেটে আবাহনী ম্যাচে মোহামেডান অধিনায়ক হৃদয় এই কাণ্ড ঘটিয়েছেন। ইবাদত হোসেনের বলে মোহাম্মদ মিঠুনের এক এলবিডব্লিউ আবেদেনকে ঘিরে কথা কাটাকাটি হয়েছে। অনফিল্ড দুই আম্পায়ার তানভীর ও সৈকতের সঙ্গে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমের বেশ তর্ক যুদ্ধ হয়। বোলার এবাদতও অশোভন আচরণ করেন। হৃদয় আম্পায়ার তানভীরের সঙ্গে বেশ লম্বা সময় তর্কাতর্কি করেন।
ওই দিন ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাওহীদকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেন এবং ইবাদত হোসেনকে তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তুু ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আম্পায়াদের হুমকি দেন হৃদয়। বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিনি মুখ খুললেন। বাংলাদেশের আম্পায়ারদের মান নিয়েও প্রম্ন তুলেন তিনি।
গণমাধ্যমে হৃদয়ের এমন বক্তব্য আসার পরই টনক নড়ে বিসিবির। এবার তার শাস্তি বাড়িয়ে দেওয়া হয়। নতুন করে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। দেওয়া হয়েছে তিন ডিমেরিট পয়েন্ট। একই সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান অধিনায়ককে। সামনেই সুপার লিগ। মোহামেডান হৃদয়ের শাস্তি কমানোর চেষ্টা করছে।
জানা গেছে, অধিনায়কের নিষেধাজ্ঞা কমাতে লিগের আয়োজক সিসিডিএমের কাছে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার লিগের গুরুত্বপূর্ণ রাউন্ডে অধিনায়ককে না পেলে বড় ক্ষতি হবে মোহামেডানের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০