স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন ফুটবলে লিওনেল মেসি-দি মারিয়ার অমর জুটির কথা সকলেরই জানা। বিশ্ব ফুটবলে কাঁধে কাঁধ মিলিয়ে দু’জনে গড়েছেন অনেক কাব্য। আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস। কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফাইনালিসিমা সবই জেতা হলো মেসি-দি মারিয়ার জুটির।
এবার থামতে হলো। আর্জেন্টিনার জার্সিতে দি মারিয়া অধ্যায় শেষ। কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জিতেছে, আর তাতেই শেষ হয়েচে দি মারিয়ার ক্যারিয়ারও। আন্তর্জাতিক ফুটবলে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছেন দি মারিয়া। বন্ধু মেসিও ফাইনালের আগের দিন আনুষ্ঠানিক ভাবে নানা আয়োজনে বিদায় জানান বন্ধুকে। লাউতারো মার্টিনেজের গোলে শ্বাসরুদ্ধকর ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে লিওনেল মেসির দল চ্যাম্পিয়ন হলো। গোল শুন্য সমতার ম্যাচে আর্জেন্টাইনদের জিততে হয়েছে অতিরিক্ত সময়ের গোলে।
বিশ্বকাপ, আগের কোপা আমেরিকায়া, ফাইনালিসিমায় গোল করা দি মারিয়া অবশ্য বিদায়ী ম্যাচে আলো ছড়াতে পারেননি। দর্শক বিশৃঙ্খলায় বিলম্বে শুরু হওয়া ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ হহয়েছে। মেসির চোট, গঞ্জালেসের গোল বাতিলের ম্যাচ শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতেছে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১১২তম মিনিটে করা গোলে।
লিওনেল স্কালোনি দি মারিয়াকে বিদায়ী ম্যাচে পুরো সময় খেলিয়েছেন। অতিরিক্ত সময়েও মাঠে ছিলেন দি মারিয়া। ম্যাচের ১১৭তম মিনিটে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলা এই তারকাকে তুলে নেন কোচ। ততোক্ষণে স্বপ্নের ট্রফি জয় হয়েছে, রঙিন শিরোপায় দি মারিয়ার থেমে যাওয়া নিশ্চিত হয়েছে।
ফাইনালে বল দখলের লড়াইয়ে কলম্বিয়া এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জিততে পারেনি দলটি। ম্যাচের ৫৩ শতাংশ সময়ে বল ছিলো কলম্বিয়ার দখলে, আর্জেন্টিনার ৪৭ শতাংশ। কলম্বিয়া গোলে শট নিয়ে লক্ষ্যে রেখেছে ৪টি, আর্জেন্টিনা ১টি। কলম্বিয়ার মোট পাস ২৫৭টি, আর্জেন্টিনা ২৩২টি। নিখুঁত পাসিংয়ে এগিয়ে ছিলো কলম্বিয়া। তবে শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের কাছেই তাদেরকে হারতে হয়েছে।
শুরু থেকেই কলম্বিয়াকে আর্জেন্টিনাকে চাপে রাখার কৌশল নিয়ে খেলতে থাকে। দরুণ লড়াই করে দলটি। শিরোপার যে দাবিদার তারাও সেটি বুঝিয়ে দেয় মাঠের লড়াইয়ে। তবে ঠান্ডা মাথার লিওনেল স্কালোনি ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময় পর্যন্ত। এরপরই লাউতারো মার্টিনেজ আসল কাজটি করে ফেলেন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনে আরো একটি শিরোপা। দি মারিয়ার বিদায় রাঙান রঙিন ট্রফিতে।
গোল শুন্য সমতায় ম্যাচ রেখে ম্যাচের ৬৬তম মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের অশ্রুসিক্ত এমন বিদায়ে শঙ্কা তৈরি হয়, কলম্বিয়াকে রুখতে পারবে তো স্কালোনির শিষ্যরা। শেষ পর্যন্ত দলের সেরা তারকাকে দ্বিতীয়ার্ধ, অতিরিক্ত সময় খেলে কোপার শিরোপা নিয়েই বাড়ি ফিরছে আর্জেন্টাইনরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post