স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতে বিদায় রাঙালেন কিলিয়ান এমবাপে। গত রাতে পিএসজির জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন এই ফরোয়ার্ড। ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক লিঁওর বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি।
লিলের স্তাদ পিয়েরে-মাউরোয় ম্যাচ শেষে এমবাপেকে কাঁধে তুলে উল্লাস করেছেন পিএসজি ফুটবলাররা। এদিকে এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হলো প্যারিসের ক্লাবটি। এর আগে ফ্রেঞ্চ লিগ আঁ–এরও শিরোপা জিতেছে তারা। ফাইনালে ২২তম মিনিটে দলকে এগিয়ে নেন উসমান দেম্বেলে। ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ান ফবিয়ান রুইস। ৫৩তম মিনিটে লিওঁর ও’ব্রায়েন ব্যবধান কমালেও বাকি সময়ে সমতা ফেরানো গোলের দেখা পায়নি তারা।
এদিকে আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া এমবাপে সাত বছরে পিএসজির জার্সিতে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেন। আগামী মৌসুমে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের নতুন ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ। এদিকে ফ্রেঞ্চ জায়ান্টদের জার্সিতে বিদায়ী ম্যাচে গোল না পেলেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এমবাপেই ছিলেন। সব মিলিয়ে ৭ বছরে পিএসজির হয়ে ১৫টি ট্রফি জিতলেন তিনি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জেতার আক্ষেপ তাঁর রয়েই গেল। হয়ত আগামী মৌসুমে এমবাপের সেই আক্ষেপ ঘুচবে, রিয়াল মাদ্রিদের জার্সিতে!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post