স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পাঁচবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। সোমবার সকালে অবশেষে সে গেরো খুলতে পেরেছে দলটি। ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে উড়িয়ে ২০২৩ এর সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারা।
সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানদের নিয়ে গড়া নাইট রাইডার্স ফাইনালে আগে ব্যাট করে মাত্র ৯৪ রানের পুঁজি পায়। সেই রান তাড়া করতে নেমে সিয়াম আয়ুবের ফিফটিতে ৯ উইকেটের বড় জয় পায় গায়ানা। সিপিএলে এটিই তাদের প্রথম শিরোপা। তাও ৫ ফাইনাল হারের পর।
গায়ানাকে শিরোপা জেতান ৪৪ বছর বয়সী অধিনায়ক ইমরান তাহির। অথচ তাঁকে এবার দায়িত্ব দেওয়ার সময় হাস্যরসের শিকারও হতে হয়েছে। ফাইনাল জেতার পর তাহির নিজেই বলেছেন এই কথা। তাঁকে নিয়ে যখন অনেকে ‘মজা’ করেছেন তখন ইমরানের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাই শিরোপা জিতে অশ্বিনকে ধন্যবাদ জানালেন তিনি।
শিরোপা জেতার পর অশ্বিনকে নিয়ে ইমরান বলেন, ‘রবিচন্দ্রন অশ্বিনকে অনেক ধন্যবাদ। মৌসুম শুরুর আগে তিনি আমাকে বলেছিলেন যে আমি এটা করতে পারব এবং লিগ (সিপিএল) জিততে পারব। আমাকে অধিনায়ক করা হলে অনেকেই রসিকতা করেছিল।’
Discussion about this post