স্পোর্টস ডেস্কঃ ওসাসুনাকে হারিয়ে ২০১৪ সালের পর প্রথম কোপা দেল রের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। গত রাতে প্রতিযোগিতার ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ওসাসুনার পক্ষে একমাত্র গোলটি লুকাস তোরের।
শিরোপা জিতে তৃপ্ত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বললেন জয়টা তাদেরই প্রাপ্য। আনচেলত্তি জোর গলায় বললেন, ‘দারুণ আবহে ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে দুর্দান্ত এক ফাইনাল ছিল এটি। আমরা নানা সময়ে কিছুটা ধুঁকেছি, তবে শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রাপ্যই ছিল।
বার্সেলোনাকে সেমিফাইনালে বিধ্বস্ত করে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করেছিল রিয়াল। আনচেলত্তি সেটির উদাহরণ টানলেন চ্যাম্পিয়ন হয়ে। তিনি বলেন, ‘আমাদের জয় প্রাপ্য শুধু আজকের পারফরম্যান্সের কারণে নয়, ফাইনাল পর্যন্ত আমরা যেভাবে এসেছি, সেই কারণেই। দারুণ সব প্রতিপক্ষের সঙ্গে ভালো খেলেই আমরা ট্রফি জিতেছি’
আনচেলত্তি আরো বলেন, ‘কোপার শিরোপা খুব গুরুত্বপূর্ণ একটি সময়ে এসেছে। এই ধরনের ম্যাচে অনেক চাপ থাকে, বিশেষ করে ফেভারিট হয়ে মাঠে নামলে। আমি খুশি। ক্লান্তিও আছে অনেক। আমরা হয়তো আগামীকাল অনুভব করতে পারব যে শুধু এই রাতে নয়, গত দুই মৌসুমে কত কী আমরা অর্জন করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post