স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকাতে অনেকখানি এগিয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে বোর্নমাউথকে অনায়াসে হারিয়েছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি। ওল্ড ট্র্যাফোর্ডে ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড। এতে পয়েন্টের দিক থেকে তারা ধরে ফেলেছে তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে। গত রাতের অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সাথে ড্র করেছে নিউক্যাসল।
১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ম্যান ইউ এখন পয়েন্ট তালিকার চার নম্বরে। তিনে থাকা নিউক্যাসলের পয়েন্টও ৩৫, ম্যাচও একটি বেশি খেলেছে। তিন-চারের পার্থক্য গড়ে দিয়েছে গোল ব্যবধান। তবে ম্যান ইউ কোচ এরিক টেন হাগ এ মুহূর্তে প্রত্যাশায় লাগাম টানতে চাইলেন। তিনি বলেছেন, শিরোপা জেতার বিশ্বাস বাড়ছে তাদের। তবে এখনও দাবিদার হিসেবে নিজেদের দেখছেন না তারা।
সংবাদ সম্মেলনে ডাচ কোচ বলেন, ‘এটা অনেক বড় একটা পদক্ষেপ। না, (এখনও শিরোপার দৌড়ে আসতে পারিনি আমরা) কিন্তু এই বিশ্বাসটা তৈরি হচ্ছে এবং এটা একটা ভালো ইঙ্গিত। সব খেলাতেই আমাদের শতভাগ চেষ্টা ও মনোযোগ দিতে হবে ও আপনি যদি এই মানসিকতা ধরে রাখতে পারেন এটা (শিরোপা জয়) সম্ভব।’
মৌসুমের খুব বেশি সময় যে পার হয়ে যায়নি সেটাও মনে করিয়ে দেন টেন হাগ, ‘আমরা খুব বেশি দূর যাইনি, এখন কেবল জানুয়ারি, অর্ধেক মৌসুমও পার হয়নি। এভারটনের বিপক্ষে পরবর্তী খেলা দ্রুত এসে পড়বে, সুতরাং আমরা ২৪ ঘণ্টা উপভোগ করবো এরপর সামনে এগিয়ে যাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post