স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান ২০১০ সালে প্রথশবারের মতো কাউন্টিতে নাম লেখান। সেখবার ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ছিলেন। এরপর বিভিন্ন সময়ও খেলেছেন। এবার আরো একবার কাউন্টিতে মাঠে নামছেন তিনি।
শিরোপা নিশ্চিতের ম্যাচে সারেরর স্কোয়াডে আছেন সাকিব। মাত্র একটি ম্যাচ খেলার জন্য বিসিবি থেকে এনওসি নিয়েছেন তিনি। ওই এক ম্যাচ খেলেই ভারতে দলের সাথে যোগ দেবেন সাকিব।
সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে সোমবার থেকে শুরু হতে যাওয়া কাউন্টি ক্রিকেটের দ্বাদশ রাউন্ডে খেলবেন সাকিব।
১৯৩ পয়েন্ট নিয়ে কাউন্টিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সারে। দ্বিতীয় স্থানে থাকা সমারসেটের থেকে তারা ২৪ পয়েন্টে এগিয়ে। ম্যাচ বাকি তিনটি। টন্টনে সমারসেটের বিপক্ষে এই ম্যাচটিই তাদের টানা তৃতীয় শিরোপার ঘরে তুলবে দলটি। ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য।
গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত সারের ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট বলেছেন,‘যখন সুযোগ এসেছে…এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল সাকিব আল হাসানকে চুক্তিভুক্ত করার। সূচি অনুযায়ী আমরা আগে থেকে জানতাম আমরা বেশ কজন খেলোয়াড়কে মিস করবো ইংল্যান্ড দলের দায়িত্বের জন্য। যেখানে আমাদের দুজন স্পিন অলরাউন্ডারও ছিলো।’
সাকিব কি করতে পারেন সেটা দেখার অপেক্ষায় আছেন জানিয়ে তিনি আরো বলৈণ, ‘সাকিব ব্যাট এবং বলের সাথে প্রচুর অভিজ্ঞতা এবং অসামান্য দক্ষতা নিয়ে এসেছেন এবং সারের জন্য সে কী করতে পারে তা দেখার অপেক্ষায় রয়েছি।’
সারেতে যোগ দিয়ে উচ্ছ্বসিত সাকিবও, ‘ সারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব এবং আমি ক্লাবটির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আনন্দিত। আমি এখানে আসছি নিজের ছাপ রাখতে এবং দলকে এই মৌসুমে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে।’
সমারসেটের বিপক্ষে ম্যাচের জন্য সাকিবসহ এই স্কোয়াডে ডাক দেওয়া হয়েছে টম কুরান, জস ব্লেক, বেন গেডেস এবং ইউসেফ মাজিদকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০