স্পোর্টস ডেস্কঃ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত বার্সা। লা লিগায় গত রাতে গেতাফেকে ঘরের মাঠে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। আর তাতেই লিগ টেবিলের শীর্ষ দুইয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের দল।
প্রথমার্ধে রাফিনহা গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্স, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফেরমিন লোপেজ গোল করেন। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নাপোলির বিপক্ষে দারুণ শুরুর পর আর ছন্দ ধরে রাখতে পারেনি জাভির দল। কিন্তু গেতাফের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখেছে কাতালানরা।
এদিকে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনও ৫ পয়েন্ট পিছিয়ে বার্সা। তবে শিরোপা লড়াইয়ে হাল ছাড়তে নারাজ জাভি। গেতাফে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা হাল ছাড়ব না। আমরা জানি প্রতি সপ্তাহান্তে আমাদের জিততে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শিরোপার জন্য লড়াইয়ের সুযোগ রয়েছে। আমরা ভালো ছন্দে আছি। যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে সুযোগ রয়েছে, আমরা জিরোনা এবং মাদ্রিদের ওপর চাপ তৈরি করে যাব। আমাদের নিজেদের কাজে মনোযোগ রাখতে হবে। যেটা হচ্ছে আজকের মতো জয়লাভ করা।’
গেতাফে ম্যাচে পাওয়া এই জয়ে লিগ টেবিলের দুইয়ে উঠেছে বার্সা। ২৬ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিরোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post