স্পোর্টস ডেস্কঃ আগামীকাল মাঠে নামছে ইন্টার মায়ামি। শুক্রবার লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দলটির। এই ম্যাচ দিয়ে মেজর লিগ সকারের দলটিতে অভিষেক হবে লিওনেল মেসির। মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম ব্যক্তিগতভাবে চান এই ম্যাচে খেলুক মেসি।
মায়ামি ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ। ক্রুজ আজুলের বিপক্ষে এই ম্যাচের টিকিটের দাম ছিল মাত্র ২৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। এরপর তা বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা! চড়া মূল্যের টিকিট বিক্রি হওয়ার পর এই ম্যাচে মেসিকে বেকহ্যাম মাঠে দেখতে চেয়েছেন ব্যক্তিগত চাওয়া থেকে।
ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার ইএসপিএনকে বলেছেন, ‘আমরা জানি না, (এই ম্যাচে) মেসি একাদশের হয়ে নাকি বেঞ্চ থেকে নামবে। কারণ, আমার মতে, তার প্রস্তুত হয়ে ওঠাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুক্রবার বেঞ্চ থেকে না একাদশের হয়ে মাঠে নামবে, এটা মেসি আর কোচ টাটা মার্তিনোই ঠিক করবেন। কিন্তু গ্যালারি যে উত্তাল থাকবে, তা নিশ্চিত। আশা করি, আমরা জিতব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post