নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ শুরুর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে হয়ে গেছে টস।
আর সেই টস জিতেছেন খুলনা টাইগার্স অধিনায়ক এনামুল হক বিজয়। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামতে হচ্ছে শুভাগত হোমের নেতৃত্বাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এবারের বিপিএলে খুলনা টাইগার্সের এটি প্রথম ম্যাচ। তাই জয় দিয়েই আসর শুরু করতে চায় দলটি। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এটি দ্বিতীয় ম্যাচ। শুক্রবার উদ্বোধনী দিনে গেল আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে বড় জয়ে আসর শুরু করেছে চট্টলার দল। সেই ধারা দ্বিতীয় ম্যাচেও অব্যাহত রাখার পরিকল্পনা তাদের।
খুলনা টাইগার্স
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং ওশানে থমাস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
শুভাগত হোম (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহদাত হোসেন দিপু, নজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেইন, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post