স্পোর্টস ডেস্কঃঃ টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে শুরুতেই সাফল্য এনে দিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। জোড়া উইকেট তুলে নিয়েছেন তিনি।
ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে কিউ ওপেনার রাচিন রবীন্দ্রকে দলীয় ১৬ রানে সাজ ঘরে পাঠান তিনি। ৮ বলে ১২ রান করেন তিনি। এরপর ইনিংসের অষ্টম ওভারের ২য় বলে হেনরি নিকোলাসকে প্যাভেলিয়নে ফেরত পাঠান দলীয় ২২ রানের মধ্যে। ১২ বলে ১ রান করেন তিনে নামা এই ব্যাটার।
এপ্রতিবেদন লেখা পর্যন্ত কিউদের সংগ্রহ করে ১১.৩ ওভারে দুই উইকেটে ৩৩ রান। ৪ রানে টম লাথাম ও ১৯ রানে উইল ইয়াং অপরাজিত আছেন।
সিরিজের শেষ ম্যাচটিতে হোয়াইটওয়াশ এড়াতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেপিয়ারে টস জিতে টম লাথামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক।
তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটিতে জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় নাজমুলের দল। আগের দুই ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, আদি অশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রর্ক।
Discussion about this post