স্পোর্টস ডেস্ক:: এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েছেন দেওয়ান হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অভিষেক হলো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলারের।
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ভারতের বিপক্ষে শুরুর একাদশে রেখেছেন হামজাকে। ইংল্যান্ডে বেড়ে উঠা বাংলাদেশী বংশোদ্ভুত এই ফুবলারের অভিষেক হলো লাল সবুজের জার্সিতে। শিলংয়ে ম্যাচটি শুরু হচ্ছে কিছুক্ষণ পরেই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর পৈত্রিক নিবাস হবিগঞ্জের বাহুবলে। ফিফা থেকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি তিনি গত ডিসেম্বরে পেয়ে ছিলেন। এরপর দলে যোগ দিতে বাংলাদেশ আসেন।
বাংলাদেশ একাদশ:: তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, দেওয়ান হামজা চৌধুরী, শাহরিয়ার ইমন, রাকিব হাসান, শাকিল তপু, মিতুল মার্মা (গোলরক্ষক), তারেক রাইহান কাজী, মোহাম্মদ জীবন জনি ও মোঃ সাদ উদ্দিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০