নিজস্ব প্রতিবেদকঃ শুরুর ঝড়ের পরও বড় স্কোর গড়তে পারল না দুর্দান্ত ঢাকা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের মাঝারি পুঁজি পেয়েছে দলটি। সাইফ হাসান, নাঈম শেখদের ব্যাটে রানের দিনে মিডল অর্ডারের ব্যর্থতায় বেশি দূর যেতে পারেনি ঢাকা। দারুণ বোলিং করেছেন রেজাউর রহমান রাজা।
জিততে হলে সিলেট স্ট্রাইকার্সকে করতে হবে এখন ১২৫ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই সাব্বির হোসেনকে হারায় ঢাকা। তবে দ্বিতীয় উইকেটে ৮০ রানের দারুণ এক জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন নাঈম শেখ ও সাইফ হাসান। ১১তম ওভারের প্রথম বলে সাইফের বিদায়ে ভাঙে সেই জুটি। তবে বিদায়ের আগে ৩২ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে যান সাইফ।
দ্রুতই ফিরেন নাঈম শেখও। ২৯ বলে ২টি করে চার ও ছয়ের মারে ৩৬ রানের ইনিংস খেলে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। এরপর থেকে রানের চাকা ধীর হওয়ার সাথে সাথে উইকেটও হারাতে থাকে ঢাকা। ব্যর্থ হন সাইম আইয়ূব, অ্যালেক্স রস, লাসিথ ক্রুসপল্লিরা। এতেই বেশি দূর যেতে পারেনি দলটি। কোনোমতে লড়াই করার মতো পুঁজি পেয়েছে।
সিলেটের হয়ে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন পেসার রেজাউর রহমান রাজা। ১৯ রানে ২ উইকেট নেন সামিত প্যাটেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post