নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে সবচেয়ে সফল দল সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিং-বোলিংয়েও তাই আধিপত্য স্ট্রাইকার্সদের। ব্যাটারদের শীর্ষ পাঁচে স্ট্রাইকার্সরা। বোলিংয়ের শীর্ষেও তাই।
৬ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের প্রথম পর্ব ঢাকায় শেষ হয়েছে ১০ জানুয়ারি। আগামিকাল ১৩ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দ্বিতীয় পর্ব। সাগরিকায় ময়দানি লড়াইয়ের আগে তাই শিরোপার অন্যতম দাবিদার স্ট্রাইকার্সরা যে সেটা পয়েন্ট টেবিল আর পরিসংখ্যানই বলে দিচ্ছে।
চার ম্যাচে ১৯৫ রান করে ব্যাটিংয়ে সবার উপরে আছেন তৌহিদ হৃদয়। চোটে পড়ায় দুই সপ্তাহ থাকবেন মাঠের বাইরে। চট্টগ্রাম পর্বে তাই শীর্ষ স্থান হারাচ্ছেন তিনি। টানা তিন ম্যাচে আছে ফিফটি। দ্বিতীয় স্থানে আরেক স্ট্রাইকার্স নাজমুল হোসেন শান্ত। সমান ম্যাচে তার সংগ্রহ ১৬৭ রান। আছে একটি হাফ সেঞ্চুরি।
ব্যাটারদের লড়াইয়ে তিনে আছেন খুলনা টাইগার্সের আজম খান। সেঞ্চুরিয়ান এই পাকিস্তানীর সংগ্রহ দুই ম্যাচে ১১৭ রান। চারে আছেন আরেক রনি তালুকদার। রংপুর রাইডার্সেই এই ব্যার দুই ম্যাচে করেছেন ১০৭ রান। তার পরে পাঁচে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খান। বিপিএলের সেঞ্চুরিয়ান এই পাকিস্তানীর রান ১০৫। ছয়ে স্ট্রাইকার্স জাকির হাসান।
বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী যৌথ ভাবে শীর্ষে আছেন ঢাকার বোলার আল আমিন হোসেনের সাথে। চার ম্যাচে মাশরাফীর উইকেট ৭, আল আমিনের দুই ম্যাচেই ৭। তিনে থাকা সিলেটের আরেক পেসার মোহাম্মদ আমিরের শিকার ছয় উইকেট। সমান উইকেট নিয়ে তার পরেই আছেন সিলেটের আরেক তরুণ পেসার রেজাউর রহমান রাজা। চার উইকেট নিয়ে পাঁচে আছেন রাইডার্সের রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post