স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশর প্রথম শ্রেণীর মূল টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শনিবার থেকে এক যুগে সারা দেশে বিভাগীয় দলগুলোকে নিয়ে শুরু হয়েছে জাতীয লিগ (এনসিএল)’র এবারের আসর।
দেশের বিভিন্ন ভেন্যুতে খেলা গড়িয়েছে মাঠে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
চার দিনের ম্যাচে লিগের প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী ও খুলনা বিভাগ। সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।
আর সিলেট বিভাগ মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগের। ম্যাচটি হচ্ছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে খেলছে রংপুর। দুই স্তরের চার ম্যাচই এক সাথে শুরু হয়েছে দেশের চার ভেন্যুতে।
এদিকে জাতীয লিগকে গুরুত্বপূর্ণ করে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক করার চিন্তা-ভাবনা করছে। ভারতে জাতীয় দলের খেলা না থাকলে জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে খেলতে হয় বাধ্যতামূলক। রঞ্জিতে পারফরম্যান্স করেই আসতে হয় জাতীয় দলে।
বিসিবিও চেষ্টা করছে এনসিএলকে গুরুত্ব দিতে। এখানেই যেনো পারফর্ম করে জাতীয় দলে আসতে পারেন ক্রিকেটাররা। লিগ শুরুর আগের দিন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এমন ইচ্ছের কথা জানিয়েছেন। লিগ শুরুর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এমন ভাবনার কথা জানিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের মন্তব্য জাতীয় দলে প্রবেশের জন্য এনসিএলই যেনো ব্রেঞ্চমার্ক হয়।
তিনি বলেন, ‘না এটা (অংশগ্রহণ) খুব জরুরি। যারা অ্যাভেইলেবল থাকবে তাদের শুধু খেলাটাকে কম্পিটিটিভ করার জন্য না, তাদেরও টাচে থাকা দরকার। সে জন্য দরকার এবং খেলাটাকে প্রতিযোগিতামূলক করার জন্যও দরকার। এনসিএলকে যদি আমরা গুরুত্ব দেই, ওটাকে যদি আমরা যদি বেঞ্চমার্ক হিসেবে ধরি সিলেকশনের ব্যাপারে, তখন মনে হয় সবাই কিছুটা হলেও বাধ্য হবে এখানে আসতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০