নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। সাত দলের এই আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। ২০২২ সালের সর্বশেষ আসরে অংশ নেয়নি তারা। এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তরবঙ্গের নামে বিপিএল খেলা দলটি।
সাবেক চ্যাম্পিয়নরা এবারের বিপিএলের জন্য বছরের প্রথম দিন থেকে শুরু করেছে অনুশীলন। রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে নামে রংপুর। শুরুতেই তারা অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেছে। এরপর খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয় কিটস।
বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকার প্রাইজমানি। রানার-আপ দলের জন্য অর্থ পুরস্কার থাকছে এক কোটি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য ১০ লাখ টাকা অর্থ পুরস্কার রাখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক।
আসন্ন বিপিএলে বেশ শক্তিশালী দল গঠন করেছে রংপুর। পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ; শ্রীলঙ্কার পাথুম নিশানকা, জেফ্রি ভ্যান্ডার্সি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে সরাসরি চুক্তিতে নিয়েছে তারা। দেশিদের মধ্যেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মাররা আছেন রংপুরের দলে। তবে আসর শুরুর আগে দুঃসংবাদ, বিপিএলের প্রথমভাগে তারা পাচ্ছে না শ্রীলঙ্কান ক্রিকেটারদের। এমনটাই জানা গেছে।
রংপুর রাইডার্স স্কোয়াড- নুরুল হাসান সোহান (অধিনায়ক), শোয়েব মালিক, পাথুম নিশানকা, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, জেফ্রি ভ্যান্ডার্সি, সিকান্দার রাজা, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু, আজমাতুল্লাহ ওমরজাই ও অ্যারন জোন্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post