স্পোর্টস ডেস্ক:: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান। সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে টিম শেইফার্ড রীতিমতো তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানী বোলারদের উপর। তাতে অর্ধেক ওভার হাতে রেখে সিরিজের শেষ ম্যাচটি কিউরা জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
ওয়েলিংটনে আগে ব্যাট করা পাকিস্তান নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৮ রান তুলতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড টিম শেইফার্ডের বিধবংসী ব্যাটিংয়ে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে অর্ধেক ওভার হাতে রেখে।
টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান কিউ বোলারদের তোপের মুখে পড়ে। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ চেপে ধরেন স্বাগতিক বোলাররা। ব্যাট হাতে একমাত্র লড়াইয়ের চেষ্টা করে অধিনায়ক সালমান আজহা। হাফ সেঞ্চুরি করেন তিনি। খেলেন ইনিংস সর্বোচ্চ ৫১ রানের ইনিংস। ৩৯ বলের ইনিংসটি তিনি সাজান ছয় চার ও এক ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন শাদাব খান। পাঁচ বাউন্ডারিতে ২০ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। ১১ রান করেন ওপেনার হারিস। পাকিস্তান থামে ৯ উইকেটে ১২৮ রানে।
নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম পাঁচটি ও ডুফে দু’টি করে উইকেট লাভ করেন।
১২৯ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড টিম শেইফার্ডের ;দারুণ এক ইনিংসে ১০ ওভারে দুই উইকেটে ১৩১ রান তুলে ফেলে। ৩৮ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন ওপেনার শেইফার্ড। চারটি চার ও দশটি বিশাল ছক্কায় সাজান সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসটি। ২৭ রান করেছেন ফিন অ্যালিন।
পাকিস্তানের হয়ে সুফিয়ান দু’টি উইকেট লাভ করেন।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটি নিউজিল্যান্ড জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০