স্পোর্টস ডেস্কঃ এডি এনকেটিয়ার হ্যাটট্রিকে শেফিল্ড ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল আর্সেনাল। শনিবার ৫-০ গোলে জিতেছে আগের রাউন্ডে চেলসির বিপক্ষে ড্র করা গানাররা। শেফিল্ডের বিপক্ষে বড় জয়ে দলের বাকি দুই গোলদাতা গোলটি ফাবিও ভিয়েরা ও তাকেহিরো তমিয়াসু।
এমিরেটস স্টেডিয়ামে ২৮ মিনিটে প্রথম গোল করেন এনকেটিয়া। বক্সের বাইরে থেকে ডেকলাইন রাইসের পাস প্রথম স্পর্শে সামনে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দেন তিনি। এরপর আলতো টকায় বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই ফের গোল করেন এনকেটিয়া। কর্নার থেকে আসা বল ছোট বক্সের ভেতর থেকে জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। জয়ের সুবাস পেতে থাকে আর্সেনাল।
৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এনকেটিয়া। এই ইংলিশ ফরোয়ার্ড এমিল স্মিথের বাড়ানো বল পেয়ে খানিকটা দৌড়ে বুলেট শটে জাল খুঁজে নেন। শেফিল্ডের গোলরক্ষক বল থামানোর সুযোগই পাননি। ৮৮ মিনিটে শেফিল্ডের বক্সে ফাউলের শিকার হন ফাবিও ভিয়েরা। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। স্পটকিকে গোল করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। আর যোগ করা সময়ে পঞ্চম গোলটি করেন তমিয়াসু।
এই জয়ে ১০ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। লিগে এখন পর্যন্ত অপরাজিত আছে তারা। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে এখন পর্যন্ত লিগে কোনো জয়ের দেখা পায়নি শেফিল্ড। ১ ড্রয়ে পাওয়া এক পয়েন্ট নিয়ে একদম তলানিতে তারা।
Discussion about this post