স্পোর্টস ডেস্ক:: আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব-আমিরাতে ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক ফাতিমা সানা। বিশ্বকাপের মাঝপথেই তাঁকে দেশে ফিরে আসতে হয়েছে। জন্মদাতা পিতা যে আর পৃথিবীতে নেই। বাবাকে শেষ বারের মতো দেখতে বৃহস্পতিবার সকালের ফ্লাইটে পাকিস্তানে ফেরেন ফাতিমা।
পাকিস্তান দল নারী বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব-আমিরাতে অবস্থান করছে। একটি জয় পেয়েছে দলটি। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলে বেঁচে খাকবে সেমিফাইনাল খেলার স্বপ্ন। তবে তার আগেই অধিনায়ককে দেশে ফিরতে হয়েছে বাবার মৃত্যুতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বাবার মৃত্যুতে দেশে ফিরেছেন টি-২০ অধিনায়ক ফাতিমা সানা। পিতার দাফন কার্য্য শেষে তিনি আবারো সংযুক্ত আরব-আমিরাতে যাবেন দলের সঙ্গে যোগ দেবেন। তবে মাঝে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলবেন না।
বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে বাকী থাকা দুই ম্যাচের দু’টিতেই জিততে হবে পাকিস্তানকে। এমন কঠিন সমীকরণের আগে দলটির অদিনায়ককে ফিরতে হয়েছে নিজ দেশে। অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ফাতিমা সানার পরিবর্তে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন মুনিবা আলি।
দুই ম্যাচে এক হার আর এক জয়ে বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে আছে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচটি পাকিস্তান খেলবে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী সোমবার। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া পাকিস্তান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলতে চায়।
বিশ্বকাপে দলকে সামন থেকেই নেতৃত্ব দিচ্ছেন ফাতিমা সানা। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। ভারতের বিপক্ষে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ ভালো ছিলেন পাকিস্তান অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০