স্পোর্টস ডেস্ক:: হংকংয়ে চলছে আন্তর্জাত্কি সিক্সার্স টুর্নামেন্ট। বাংলাদেশসহ ক্রিকেট খেলুড়ে দেশগুলো অংশ গ্রহণ করছে এই টুর্নামেন্টে। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশ সেমিফাইনালে বিদায় নিয়েছে। টাইগার্সদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে তিন উইকেটে বাংলাদেশকে হারিয়েছে লঙ্কানরা।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সকালে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেট হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ দল আগে ব্যাট করে। নির্ধারিত ৬ ওভারে জিসান ও মামুনের ব্যাটে চড়ে বাংলাদেশ ১০৩ রান তুলে। দলের পক্ষে ওপেনার জিসান আলম ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন। ১১ বলের ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন অধিনায়ক সাইফউদ্দিন। ১২ বল খেলেছেন তিনি। ১৮ রান করেছেন আবু হায়দার রনি। ৬ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। ১৬ রান করেছেন আব্দুল্লাহ আল মামুন। ৪ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।
১০৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কা তিন উইকেট হারিয়েই ম্যাচ জিতে যায়। শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে গেলেও বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষকে আটকাতে পারেননি। ফলে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছেন মোহাম্মদ সাউফউদ্দিনের দলকে।
লঙ্কানদের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন সান্দুন উইরেকোডি। ১৬ বল খেলে ৫০ রান করেন তিনি। ব্যক্তিগত ফিফটির পরপরই সান্দুন ‘আহত অবসরে’ চলে যান। ২৪ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন ধনাঞ্জয়া লাকশান। ৬ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। শেষ ওভারে দলের জয় নিশ্চিত করে লঙ্কানরা।
জয়ের জন্য শেভ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিলো ১৪ রান। বাংলাদেশ অধিনায়ক সাইফউদ্দিন বল তুলে দেন পেসার আব্দুল্লাহ আল মামুনের হাতে। প্রথম দুই বলে ৩ রান দেন পেসার আব্দুল্লাহ আল মামুন। তৃতীয় বলে চার আর চতুর্থ ডেলিবারিতে ছক্কা হজম করে ম্যাচ হাতছাড়া করেন ডানহাতি পেসার। পরের বলে লেগ বাইয়ে দৌড়ে ১ রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন নিমেশ বিমুখথি।
এসএনপিস্পোর্টসটায়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০