স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃ্তীয় ও শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আজ ১৪ মে, রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে ম্যাচ। ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
আর সেই টস জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। যার ফলে অমীমাংসিত থাকে ম্যাচ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যার ফলে এই ম্যাচ জিতলেই নিশ্চিত টাইগারদের।
অপরদিকে আয়ারল্যান্ডের সামনে এটি সিরিজ বাঁচানোর ম্যাচ। এই ম্যাচ জিতলে ১-১ ব্যবধানে থেকে শেষ করতে পারবে সিরিজের স্বাগতিকরা। যার ফলে মান রক্ষায় সেরাটা দিয়েই লড়তে চায় দলটি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, রনি তালুকদার তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরি, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ক্রেইগ ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post