স্পোর্টস ডেস্ক:: সৌদীর প্রো লিগে রীতিমতো উড়ছিলো ক্রিস্টিয়ানো রোনালদোদের আল নাসর। টানা পাঁচ জয়ের পর অবশেষে নাসরের জয়রথ থামিয়েছে আবহা। এগিয়ে থাকা আল নাসরকে জিততে দেয়নি দলটি। শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগ বসিয়েই মাঠ ছেড়েছে আবহা।
শুক্রবার রাতের ম্যাচে আল নাসর ২-২ গোলে ‘ড্র’ করেছে আবহার সঙ্গে। এই ‘ড্র’য়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠা হলো না আল নাসরের।
ম্যাচের শুরুতেই লিড নিয়ে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের তৃতীয় মিনিটেই মার্সেলো ব্রোজোভিচর গোলে ১-০তে এগিয়ে যায় নাসর। লিড ধরে রেখে ব্যবধানও বাড়িয়ে নেয় দলটি। ম্যাচের ২৮তম মিনিটে তালিস্কার গোলে ২-০তে লিড নেয় রোনালদোর দল।
পিছিয়ে পড়া আবহা দ্রুতই ব্যবধান কমায়। দুই গোল হজমের নাসরের ভুলের সুযোগ নিয়েই ব্যবধান কমায় তারা। নিজেদের বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় নাসর। সাদ বিগুইর স্পট কিক থেকে ২-১ করেন স্কোর লাইন। তবুও এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
বিরতির পর আবহা ম্যাচে সমতা আনতে বেশ চেষ্টা করে। তবে নাসরের রক্ষণে চিড় ধরাতে পারেনি। নিজেদের রক্ষণ সামলে রাখা নাসরও আক্রমণ করে বেশ। তবে গোলের দেখা পায়নি। ম্যাচের অন্তিম সময়ে আর লিড ধরে রাখতে পারেনি রোনালদোরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কার্ল টোকো একাম্বি দারুণ এক গোলে ম্যাচে ফেরান দলকে।
শেষ মূহুর্তে গোল হজম করা আল নাসর আর ব্যবধানে বাড়াতে পারেনি। ২-২ গোলের ‘ড্র’ নিয়েই তাই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post