স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি রেকর্ড গড়ার পথে এগুচ্ছে। এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়তে আর মাত্র একটি ম্যাচ জিততে হবে লিওনেলণ মেসির দলকে। তার আগে আজ টরন্টো এফসির বিপক্ষে শেষ মূহুর্তের গোলে দারুণ জয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছে দলটি।
এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের জন্য আজকের ম্যাচটি জিততেই হতো ইন্টার মিয়ামিকে। টরন্টো এফসির বিপক্ষে ম্যাচটি প্রায় ‘ড্র’ হতে যাচ্ছিলো। তবে শেষ মূহুর্তের গোলে মিয়ামি জিতেছে, আশা বেঁচে রয়েছে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের। এতোদিন যে রেকর্ড ছিলো নিউ ইংল্যান্ডের।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ২০২১ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হতে দলটি ৭৩ পয়েন্ট জমা করে ছিলো ঝুলিতে। এমএলএসে এখন পর্যন্ত এটিই ছিল সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার রেকর্ড।
ইন্টার মিয়ামি নিউ ইংল্যান্ডের সেই রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে মৌসুমের শুরু থেকেই লড়াই করছে বেশ। এবার সেই ইতিহাস গড়ার দ্বাপ্রান্তে দলটি। মৌসুমের শেষ ম্যাচ জিতলেই টপকে যাবে নিউ ইংল্যান্ডকে। এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হয়ে উঠবে মিয়ামি।
মিয়ামির রেকর্ড গড়ার জন্য আজ ০০রোববার টরোন্টো এফসির বিরুদ্ধে ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হেরে গেলে অথবা ড্র হলেও এ মৌসুমে নিউ ইংল্যান্ডের রেকর্ড ভাঙার স্বপ্ন স্বপ্নই থেকে যেতো মেসির দল। ম্যাচের নির্ধারিত সময়ে সেই স্বপ্ন ফিকেই হয়ে যাচ্ছিলো। গোল শুন্য ড্র’তে শেষ হয় নির্ধারিত সময়।
তবে অতিরিক্ত সময়ে আশা জেগে উঠে মিয়ামির। ৯৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন লিও কাম্পানা। লুইস সুয়ারেজের পাস থেকে বল নিয়ে গোল করেন তিনি। আর তাতেই ইন্টার মিয়ামির সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে মৌসুম শেষ করার সম্ভাবনা তৈরি হয়। ৩৩ ম্যাচে মিয়ামির পয়েন্ট ৭১। চলতি মৌসুমে আর এক ম্যাচ বাকি আছে মিয়ামির। সে ম্যাচটি জিতলে মিয়ামির পয়েন্ট হবে ৭৪। তখনি নতুন ইতিহাস গড়ে নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টকে টপকে যাবে জেরান্ডো মার্টিনোর শিষ্যরা।
অবশ্য রেকর্ড গড়তে হলে বেশ লড়াই করতে হবে মিয়ামিকে। কেননা শেষ ম্যাচ ওই নিউ ইংল্যান্ডের বিপক্ষেই। ক্লাবটি মিয়ামির কাছে নিশ্চয়ই নিজেদের রেকর্ড হাতছাড়া করতে চাইবে না। সর্বোচ্চ লড়াই করে রেকর্ড অক্ষুন্ন রাখতে। আগামী ২০ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইংল্যান্ডের মুখোমুখি হবে মিয়ামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০