স্পোর্টস ডেস্কঃ নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বেনোনিতে দুই দলের লড়াই শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে অনুষ্ঠিত টস হয়েছিল।
যেখানে জিতেছিল যুক্তরাষ্ট্র অধিনায়ক গীতিকা কোদালি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন বাংলার মেয়েরার আগে ফিল্ডিং করতে নেমেছে।
যুক্তরাষ্ট্র একাদশ
গীতিকা কোদালি (অধিনায়ক), দিশা দিঙ্গরা, লাশায়া মুলাপুদি, ইশানি ভাগেলা, আনিকা কোলান, আদিতিবা, রিতু প্রিয়া সিং, স্নিগ্ধা পাল, ভুমিকা, তিয়া গঞ্জালভেস ও সাই তন্ময়ী।
বাংলাদেশ একাদশ
দিশা বিশ্বাস (অধিনায়ক), দিলারা আক্তার, আফিয়া হুমাইরা প্রত্যাশা, মিষ্টি রানী সাহা, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, দীপা খাতুন, আশরাফি ইয়াসমিন ও লেকি চাকমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post