স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ভারত সিরিজে খেলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিন এলগার। সেই এলগারই প্রথম টেস্টে প্রোটিয়াদের ত্রাতা। তার সেঞ্চুরিতেই লিড পেয়েছে স্বাগতিকরা। সেঞ্চুরিয়নে বুধবার ১১ রানে এগিয়ে টেম্বা বাভুমার দল। ৫ উইকেটে ২৫৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
হার না মানা সেঞ্চুরি হাঁকিয়ে এলগার দিন শেষে ১৪০ রানে অপরাজিত আছেন। ২১১ বলের ইনিংসে এখন পর্যন্ত ২৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই বাঁহাতি। সঙ্গে ৩ রানে অপরাজিত মার্কো জানসেন। ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের।
ব্যক্তিগত ৫ রানেই ফিরে যান ওপেনার এইডেন মার্করাম। এরপর টনি ডি জর্জির ৯৩ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন এলগার। জর্জিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন বুমরাহ। এরপর দ্রুত কিগান পিটারসেনকেও তুলে নেন এই পেসার। ডেভিড বেডিংহ্যামকে নিয়ে ফের আরও একটি দারুণ জুটি গড়েন এলগার। তৃতীয় উইকেটে ১৩১ রান যোগ করেন এ দুই ব্যাটার। এরপর অবশ্য ৫ রানের ব্যবধানে দুই উইকেট তুলে ম্যাচে ফেরে ভারত।
বেডিংহ্যামকে বোল্ড করে দেন মোহাম্মদ সিরাজ। আর কাইল ভেরেইনেকে উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন অভিষিক্ত প্রসিধ কৃষ্ণা। তবে অপর প্রান্তটা ঠিকই আগলে রাখেন এলগার। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। বেডিংহ্যামের ব্যাট থেকে আসে ৫৬ রান। ৮৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় এই রান করেন এই ব্যাটার। এদিকে নিজেদের প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভর করে ২৪৫ রানে থামে ভারত। ১৩৭ বলে চার ছক্কা ও ১৪ চারে ১০১ রান করেন রাহুল। ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসে স্বাগতিকদের সফলতম বোলার কাগিসো রাবাদা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post