স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে পেসার এবাদত হোসেন। গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ইনজুরিতে পড়েছিলেন। এরপর মিস করেছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ। দীর্ঘ পূর্নবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এবাদতকে। লড়াই করতে হয়েছে মাঠে ফেরার জন্য।
এবাদত মিস করেছেন ক্রিকেট। জাতীয় দলের সতীর্থরা খেলেছেন। তিনি তখন লড়াই করেছেন মাঠে ফিরতে। ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে সাবেক অধিনায়ক সাকিব জানিয়ে ছিলেন, তিনি দলের সেরা পেসারকে রেখে যাচ্ছেন। এবাদতকে খুস মিস করবে দল।
দুর্ভাগ্যজনক চোট কেড়ে নিয়েছে এবাদতের এক বছরের বেশি সময়। অবশেষে তার ফেরার সময় হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ মৌলভীবাজারের এই পেসারকে মাঠে ফেরার অনুমতি দিয়েছে। পরীক্ষা মূলক ভাবে তিনি বিসিবির মেডিকেল বিভাগের দেওয়া পরামর্শ মতো জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলবেন তাকে নজরে রাখবে বিসিবির মেডিকেল বিভাগ।
সিলেট বিভাগের এই পেসার সিলেটের হয়েই খেলবেন চলমান জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে। তার মাঠে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাঠে ফেরার জন্য আপাতত প্রস্তুুত এবাদত। তাকে নির্দিষ্ট পরিকল্পনা দিয়ে দেওয়া হয়েছ।
এবাদতের মাঠে ফেরা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী একটি গণমধ্যমকে বলেন, ‘ইবাদতকে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে খেলতে অনুমতি দেয়া হয়েছে। লম্বা সময় পর সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। তাকে নির্দিষ্ট পরিকল্পনাও দিয়ে দেয়া হয়েছে। সেভাবেই সে ম্যাচে খেলবে। আমরা দেখতে চাচ্ছি, বিরতি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে কতটা স্বস্তি পান তিনি।’
পুর্নবাসন প্রক্রিয়ায় ইতিমধ্যে ফূলরানআপে বোলিংও করেছেন এবাদত। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছেন তিন। সবকিছু ঠিকঠাকমতো হওয়ায় এবার মাঠে ফেরার অপেক্ষায় আছেন জাতীয় দলের এই পেসার। জাতীয় লিগে খেলেই নিজেকে পরখ করে নেবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০