স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা ২-০ গোলে হারিয়েছে লঙ্কানদের। তাতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এক জয়েই সেরা চারে খেলা নিশ্চিত করল মারুফুল হকের দল।
পুরো ম্যাচে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেই সহজ জয় তুলে নিয়েছে। তবে এ জয়টা হতে পারত আরও বড়। বাংলাদেশ বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে। মিরাজুল ইসলাম দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান পিয়াস আহমেদ নোভা। একটি করে জয়ে ৩ পয়েন্ট স্বাগতিক নেপাল ও বাংলাদেশের। আগামী বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায়ঘণ্টা বাজল শ্রীলঙ্কার।
১৮ মিনিটে বল পেয়ে বাম দিক দিয়ে ঢুকে পড়েন রাব্বি হোসেন রাহুল। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি প্রতিপক্ষের ডিফেন্ডার আনসার মুহাম্মদ। বাম পায়ে গোলমুখে ক্রস দেন রাহুল। চলন্ত বলে পা লাগিয়ে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম। ব্যবধান দ্বিগুণ হতে পারতো ২৯ মিনিটে। বাম দিক থেকে রাব্বি হোসেন রাহুলের নেওয়া ফ্রিকিক সুযোগটি এনে দিয়েছিল। রুস্তম দুখু মিয়া পোস্টের কয়েক গজ সামনে থেকে শটও নিয়েছিলেন। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি, চলে যায় বাইরে।
৮৫তম মিনিটে পিয়াস আহমেদ নোভা লক্ষ্যভেদ করলে সেরা চারে খেলা নিশ্চিত হয়ে যায় গতবারের রানার্সআপ বাংলাদেশের। আসরের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ বেঙ্গল টাইগাররা খেলবে স্বাতগিক নেপালের বিপক্ষে, আগামী বৃহস্পতিবার হবে এই ম্যাচ। ম্যাচটি হবে আনফা কমপ্লেক্সে। এ ম্যাচ ড্র করলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০