স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিততে পারল জাফনা কিংস। মঙ্গলবার তাদের হারিয়ে দিল ডাম্বুলা অরা। ম্যাচে ভালো কিছুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারলেন না জাফনার বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। তিন নম্বরে নেমে ২০ বলে ২৪ রান করেছেন তিনি।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ডাম্বুলার বিপক্ষে দুটি চার মেরেছেন হৃদয়। জাফনা শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করতে পারে ১২৯ রান। এর আগে দলীয় ২০ রানেই হারায় ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট। এই ওপেনার ফিরে যান ১৪ রান করে।
দ্বিতীয় উইকেটে হৃদয় ও চারিথা আসালাঙ্কা মিলে যোগ করেন ৫৫ রান। হৃদয় আউট হয়ে গেলে আবারও বিপর্যয়ে পড়ে জাফনা। এরপর প্রিয়ামাল পেরেরাও থিতু হতে পারেননি। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। আসালাঙ্কা হাফ সেঞ্চুরি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি।
প্রথম ম্যাচ খেলতে নামা ডেভিড মিলারের ১৪ রান ছাড়া নিচের দিকের আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফিফটি হাঁকালেও বেশ মন্থর ছিলেন চারিথ। লঙ্কান এই ব্যাটার বল খেলেছেন ৫২ বল। ৪ চার ও ১ ছক্কায় ৫৬ রানের বেশি করতে পারেন নি তিনি। মিডল অর্ডারে মিলারও ঝড়ো ইনিংস খেলতে পারেন নি।
১৮ বল খেলে মাত্র ১৪ রান করেছেন প্রোটিয়া ব্যাটার মিলার। অধিনায়ক থিসারা পেরেরাও থিতু হতে পারেন নি।ডাম্বুলার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো। একটি করে উইকেট নিয়েছেন শাহনাওয়াজ দাহানি, হেইডেন কার, ধনঞ্জয়া ডি সিলভা ও নূর আহমেদ।
জবাব দিতে নেমে প্রথম উইকেট জুটিতেই ৭৬ রান তোলেন ডাম্বুলার দুই ওপেনার কুশল মেন্ডিস ও আভিস্কা ফার্নান্ডো। মূলত তারা এখানেই জয়ের ভিত পেয়ে যায়। মেন্ডিস ২৯ রানে আউট হন। আরেক ওপেনার ফার্নান্ডো করেন ৫২ রান। শেষ দিকে কুশল পেরেরার ২২ বলে ৩৪ রানের ইনিংসে সহজ জয় পায় ডাম্বুলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post