স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তারকা এই অলরাউন্ডার ছিটকে যাওয়ায় লঙ্কানদের স্কোয়াডে বদলি খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে চামিকা করুনারত্নেকে। এছাড়া নতুন অধিনায়কও খোঁজে নিতে হয়েছে লঙ্কানদের।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শানাকার ছিটকে যাওয়া ও চামিকার স্কোয়াডে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি শানাকার বদলি হিসেবে চামিকাকে অনুমোদন দিয়েছে। এদিকে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে।
বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন ওপেনার মেন্ডিস। ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। এদিকে দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডা জানিয়েছেন, শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন ভারতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানে হেরে বিশ্বকাপ শুরুর পর পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ রান করেও হেরে যায় শ্রীলঙ্কা। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলে এখন সাত নম্বরে আছে তারা। নিজেদের পরের ম্যাচে লক্ষ্ণৌতে আগামী সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা্র বিশ্বকাপ দল- কুসল মেন্ডিস (অধিনায়ক), কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা ও চামিকা করুনারত্নে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post