স্পোর্টস ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কেপটাউনে রোববার আগে ব্যাট করে ১২৬ রান করেছে টাইগ্রেসরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় লাল সবুজের প্রতিনিধিরা। পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। যদিও শেষ দিকে ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে পারেন নি।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হারায় উইকেট। রানের খাতা খোলার আগেই রানআউটে বিদায় নেন ওপেনার মুরশিদা খাতুন। ১৩ বলে ২০ রান করেন আরেক ওপেনার শামিমা সুলতানা। ৪ চারে ইনিংস সাজান তিনি। ৩২ বলে ২৯ রান করেন সোবহানা মোস্তারি। ৫ চার হাঁকান তিনি।
অধিনায়ক নিগার ৩৪ বলে ১ চারে ২৮ রান করেন। অভিষিক্ত স্বর্ণা ৬ বলে ৫ রানের বেশি করতে পারেন নি। শেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান। ওশাদি রানাসিংহে এক ওভারে নিগার-লতাকে ফিরিয়ে মূলত ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয়।
বাংলাদেশ একাদশঃ শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, নাহিদা আক্তার, মারুফা আক্তার, সালমা খাতুন ও জাহানারা আলম।
শ্রীলঙ্কা একাদশঃ হর্ষিতা মাদাভি, চামারি আথাপাথু, ভিশমি গুনারত্নে, আনুশকা সঞ্জীওয়ানি, নীলাক্ষী ডি সিলভা, কবিশা দিলহারি, অমা কাঞ্চনা, ওশাদি রানাসিংহে, সুগান্দিকা কুমারী, ইনোকা রানাবীরা ও অচিনি কুলসুরিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post