নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচের আগে বাংলাদেশের দুঃসংবাদ লিটন দাস। এই ওপেনার জ্বরে আক্রান্ত হওয়ার কারণে গত রোববার দলের সাথে লঙ্কা দ্বীপে যেতে পারেন নি। পরেরদিনও (গতকাল) যোগ দেওয়া হয় নি তাঁর। জানা গেছে লিটনের জ্বর কমলেও শারীরিক দুর্বলতা আছে। এর মধ্যে তাই লিটন শ্রীলঙ্কা গেলেও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।
বৃহস্পতিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। ৩ সেপ্টেম্বর লাহোরে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এদিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, ‘লিটন একটু একটু করে উন্নতি করছে। দু-এক দিন সময় লাগবে। প্রথম ম্যাচটা মিস করবে। ওর কোনো বিকল্প নিয়ে ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে। জ্বর কমছে।’
এদিকে লিটন শেষ পর্যন্ত দলের সঙ্গে যুক্ত হতে না পারলে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিমকে। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে নাঈম ও তানজিদকে ওপেনার হিসেবে দেখা গেছে। অন্যদিকে লিটনের বিকল্প হিসেবে সাইফ হাসানের নাম আলোচনায় থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত তিনি।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল-
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস*, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম ও তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post