স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দেওয়া নেদারল্যান্ডস আজ চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে। শনিবার দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬২ রান করেছে ডাচরা। ফিফটি হাঁকিয়েছেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ফক বিক।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। মাত্র ৪ রানেই ফিরেছেন ওপেনার বিক্রমজিত সিং। ম্যাক্স ওডাউডকে ফিরিয়েছেন কাসুন রাজিথা। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি কলিন অ্যাকারম্যান। ৩১ বলে ২৯ রান করে ফিরেছেন তিনি।
বাস ডি লিডি এবং তেজা নিদামানুরুকে ফিরিয়েছেন মাদুশঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের নায়ক ডাচ অধিনায়ককে দুর্দান্ত এক বলে বোল্ড করেন মহেশ থিকশানা। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে যখন বিপর্যয়ে ডাচরা, তখন ত্রাণকর্তা হয়ে আসেন ফন বিক। এঙ্গেলব্রেখটকে নিয়ে গড়েন ১৩০ রানের বিশাল জুটি।
বিশ্বকাপের ইতিহাসে এই উইকেটে এঙ্গেলব্রেখট- ফক বিকের জুটির রানই এখন সর্বোচ্চ। তারা টপকে গেছেন গত বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার গড়া রেকর্ডকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ভারত ৬ উইকেট হারিয়েছিল ৯২ রানে। এরপর ধোনি ও জাদেজা মিলে যোগ করেছিলেন ১১৬ রান।
দুজনের জুটি ভাঙে ৭০ রান করে এঙ্গেলব্রেখট ফেরায়। রাজিথার বলে আউট হওয়ার আগে ফন বিক করেন ৫৯ রান। তাতে ২৬২ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন রাজিথা এবং মাদুশঙ্কা। একটি উইকেট পেয়েছেন থিকশানা।
Discussion about this post