স্পোর্টস ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের আনুষ্ঠানিকতা। প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ছয় দল। এর মধ্যে আছে বাংলাদেশও। ভারতের গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।
ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়ে গেছে। আর সেই টস হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে আগে ফিল্ডিং করবে টাইগাররা।
এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করছে বাংলাদেশ শিবির। যদিও প্রস্তুতি ম্যাচ, তবুও টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে এখান থেকেই। নানান বিতর্ক ছাপিয়ে মূল বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সেরা কম্বিনেশনে ব্যাটে-বলে ঝালিয়ে নিতে চাইবে বাংলাদেশ শিবির।
বাংলাদেশের বিশ্বকাপ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), কুশল পেরেরা, পাতুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিতা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মদুশঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post