নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার থেকে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সেই ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। বৃহস্পতিবারই সাকিবের যোগ দেওয়ার কথা রয়েছে দলে। তবে এর আগে এদিন সকালে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে অংশ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন।
সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে দল। জয়ের বিকল্প নেই সিরিজ বাঁচাতে হলে। জয় ছাড়া অন্য কিছুর পরিকল্পনা করছেন না সাকিব আল হাসানও। বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে জেতা উচিৎ বাংলাদেশের। তবে টেস্ট ক্রিকেটে নিজেরা যে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন এই তারকা।
সাকিব বলেন, ‘আশা তো সবসময়ই করি, আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সবসময়ই আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’
সিরিজের শেষ ম্যাচ খেলতে যাওয়া সাকিবের কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। দল ও দেশের হয়ে খেলতে পারা ও পারফর্ম করাই গর্বের বলে মনে করেন এই অলরাউন্ডার। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post