স্পোর্টস ডেস্কঃ প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তাওহিদ হৃদয়। আজ থেকে শুরু হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের জার্সিতে অভিষেক হয়েছে ডানহাতি এই ব্যাটারের। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে দারুণ ফিফটি হাঁকিয়েছেন হৃদয়। তাঁর ফিফটির সুবাদে স্কোর বোর্ডে ১৭৩ রান করে জাফনা। রান তাড়ায় কলম্বোর ইনিংস থামে ১৫২ রানে। ২১ রানের জয়ে আসর শুরু করল হৃদয়ের দল।
বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায় কলম্বো। ঘরের মাঠে ৩৩ রানে প্রথম উইকেট হারায় তারা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৮ বলে ৭ রান করে বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন ওপেনার নিরোশান ডিকওয়েলা। শেষদিকে চামিকা ১৫ বলে ২৩ ও মেন্ডিস ১০ বলে ১৭ রানের ইনিংস খেললেও তা কলম্বোর জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।
ওপেনার ডিকওয়েলার ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। চামিকার ইনিংস ছিল ২ চার ও ১ ছক্কায় সাজানো। জাফনার হয়ে ৩টি উইকেট নিয়েছেন হারদুস ভিলজয়েন। ২টি করে উইকেট পান বিজয়কান্ত বিয়াসকান্ত ও দিলশান মাদুশঙ্কা। একটি উইকেট যায় থিসারা পেরেরার ঝুলিতে। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে জাফনার বিজয়কান্ত।
এর আগে চারে নেমে হৃদয় করেন ৫৪ রান। ৩৯ বল মোকাবিলায় তিনি মারেন চারটি চার ও একটি ছক্কা। ষষ্ঠ ওভারে ক্রিজে গিয়ে তিনি টিকে থাকেন ১৯তম ওভার পর্যন্ত। তিনি ফিফটিতে পৌঁছান ৩৭ বলে। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৫৮ ম্যাচে এটি তার নবম ফিফটি। জাফনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে দুনিত ভেলালাগের ব্যাট থেকে। তিনি ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।
এছাড়া ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১১ বলে ২১ ও প্রিয়ামাল ১৬ বলে ২২ রান করেন। অধিনায়ক থিসারা পেরেরা সাতে নেমে খেলেন ৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস। কলম্বোর হয়ে একটি করে উইকেট নেন নাসিম শাহ, মাথিশা পাথিরানা, চামিকা করুনারত্নে ও লক্ষ্মণ সান্দাকান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post