স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা-ভারত। বাংলাদেশ সময় রোববার বিকেল ৩ঃ৩০ ঘটিকায় শুরু হওয়ার কথা রয়েছে এই ফাইনাল। বিশ্বকাপের আগে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই জিততে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা।
ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে শানাকা বলেন, ‘আমরা প্রস্তুত। ছেলেরা দেশের জন্য কিছু করতে মুখিয়ে আছে। দল হিসেবে আমরা আন্ডারডগ, সে কারণেই বড় মঞ্চে সবাই ভালো খেলতে চায়। বিশ্বকে নিজেদের সামর্থ্যটা দেখাতে হবে এই তরুণদের। আমাদের তরুণ দলটার সাফল্যের এটাই রহস্য।’
এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। রোহিত শর্মা-বিরাট কোহলিরা ফেবারিট হলেও লঙ্কানদের ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। ১৬ আসরের ১২টিতে ফাইনাল খেলেছে দ্বীপ দেশটি। বিপরীতে ১০বার ফাইনাল খেলেছে ভারত। ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দু’দল।
ফাইনালে ভারত জিততে চায়। অন্তত বিশ্বকাপের আগে জয়ের ধারাবিহকতা চান ভারতীয় ওপেনার শুভমান গিল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। এক বা দুই ম্যাচ হারলেও মোমেন্টাম ধরে রাখা জরুরি। আর সেজন্যই এই মুহূর্তে এশিয়া কাপের ফাইনাল জেতাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এদিকে ফাইনালের আগে দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল মাহিশ থিকসানাকে পাবে না ফাইনালে। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক স্পিনার শাহান আরাচচিগে। অন্যদিকে ভারত ফাইনালে পাবে না অক্ষর প্যাটেলকে। তাই ভারতীয় স্কোয়াডে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post